এখন পর্যন্ত বিজ্ঞানের সব চেয়ে বেশি আলোচিত বিষয়বস্তু
হচ্ছে, আলো এবং সময় । সময় নিয়ে অন্য একদিন অনেক কথায় বলব । আজ কথা বলব আলো নিয়ে ।
আমরা সকলেই জানি, ডি ব্রগলির তত্ত্বের মাধ্যমে প্রমাণিত হয়,
আলোর কণা এবং তরঙ্গ উভয় ধর্মই রয়েছে । কারণ এর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ
রয়েছে । এখন প্রশ্ন হল এর ডাইমেনশন নিয়ে । এটি কোন ডাইমেনশনের অন্তর্ভুক্ত ? নাকি
ডাইমেনশন নাই ? থাকলে, এর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাৎক্ষণিক মান এবং দিক আছে
কি ? থাকলে আমরা কিভাবে তা মাপতে পারব ?
প্রথমত, আলো সাধারণ সব বস্তুর মত না । একে শক্তি হিসেবে ধরা
হয় । দৈর্ঘ্য, প্রস্থ এসব দ্বারা পদার্থের পরিমাপ হয় । শক্তি হিসেবে আলোকে
ভিন্নভাবে পরিমাপ করা হয় । তবে আলো যেহেতু তরঙ্গ, তাই এর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য
আছে ।
এখন মান এবং দিকের কথায় আসি । আলোর তাৎক্ষণিক মান হল,
প্রতিফলন এবং দিক সব সময় উৎস থেকে প্রতিফলক পৃষ্টের দিকে । আপনি হয়ত প্রশ্ন করতে
পারেন, আলো তো প্রতিফলিত হয়েও ফিরে আসে । বলে রাখছি, আলো প্রতিফলিত হলে প্রতিফলক
পৃষ্টটি পুনরায় উৎস হিসেবে কাজ করে । ঠিক যেভাবে আমরা তরঙ্গ মুখ গুলোকে গৌণ তরঙ্গ
উৎস বলে থাকি ।

সম্পাদনায়
জিওন আহমেদ
ইইই চুয়েট

Leave a Reply