আমরা জানি দুইটি বিপরীত চার্জে চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ এবং একই চার্জের বস্তু পরস্পরকে বিকর্ষণ করে । এই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান কেমন হবে এবং দিক কোন দিকে হবে, তা আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারি ।

কুলম্বের সূত্র

যেকোন নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান এদের আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক । এই বল এদের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে ।

এখানে অনেকের মনে হতে পারে, কুলম্বের বল শুধু আধানের মান এবং দূরত্বের উপরই নির্ভর করে । কিন্তু না । আধানদ্বয় কোন মাধ্যমে আছে (বায়ু, তরল কিংবা অন্য কোন মাধ্যমে) সেই মাধ্যমের ভেদনযোগ্যতার উপরও এই বল নির্ভর করে ।

তবে কুলম্বের বলের কিছু সীমাবদ্ধতা রয়েছে । যেমন এই বল শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য ।

বিন্দু চার্জ

যেকোন মানের চার্জ যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত থাকে অথবা চার্জকে আমরা একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি, তবে সেই চার্জকে আমরা বিন্দু চার্জ হিসেবে ধরে নিতে পারি । 

Leave a Reply