পদার্থবিজ্ঞান ডট কম একটি জনপ্রিয় বাংলা ভাষায় বিজ্ঞান ভিত্তিক ব্লগ ওয়েবসাইট । বাংলাদেশে এটি প্রতিষ্ঠা করা হয় ২০১৯ সালে । এর মাধ্যমে বাংলা ভাষী মানুষ সহজ এবং সাবলীল ভাষায় বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারে । ইতোমধ্যে বাংলাদেশ এবং ভারতের বাংলাভাষী মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েবসাইটটি ।

প্রতিষ্ঠাতাঃ জিওন আহমেদ

প্রতিষ্ঠাকালঃ ২০১৯

মাসিক ভিজিটরঃ ৫০,০০০+

ওয়েবসাইট লিংকঃ www.podarthobiggan.com

আমরা মনে করি, গ্রন্থ গত বিদ্যার গণ্ডি পেড়িয়ে যেদিন আমরা আমাদের চিন্তা দিয়েই নিজেদের চিন্তাকে চিন্তা করতে পারব, যেদিন আমরা সামান্য একটা সার্টিফিকেট পাবার জন্য আমাদের মেধাগুলোকে ফুটপাতে ফেলে না দিয়ে একাডেমিক পড়াশুনা সহ চিন্তা ও অধ্যয়ন এবং এর মাধ্যমে অর্জিত মেধা দিয়ে জীবন, দেশ, জাতী এবং এই জগৎকে নিয়ে চিন্তা করব সেদিনই আমরা অসাধ্য সাধন করতে পারব । টাইম মেশিন আমরা হয়ত পাবনা । কিন্তু সংক্ষিপ্ত এই জীবনেই আমরা সহস্র বছরের ইতিহাস রচনা করতে পারব । আমাদের বাম হাত এবং ডান হাতের মধ্যে গঠনগত কোন পার্থক্য না থাকা সত্ত্বেও যেমন শুধু অনুশীলনের কারণেই আমরা ডান হাতে বেশি শক্তি পাই, তেমনি বেশি বা কম মেধা বলতে কিছু নেই যা আছে, তা শুধু অধ্যয়ন । একটা কথা মানতেই হবে, যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু সফল হয়না, যারা চিন্তা করে তারাই সফল হয় । আর এই অধ্যয়নের সব থেকে বড় শাখা হল পদার্থবিজ্ঞান ।

 জ্ঞান বিজ্ঞানের সকল শাখার ভিত্তি রচনা করেছে এই পদার্থবিজ্ঞান । তাই তরুণ প্রজন্মের চিন্তাকে আরও অগ্রসর হবে এমন স্বপ্ন নিয়েই আমাদের পথযাত্রা । 

যেকোন একটি দেশ, সে দেশের অর্থনীতি কিংবা জীবন ব্যবস্থার উন্নতির প্রধান হাতিয়ার হল- সে দেশের দক্ষ জনবল । আর এই দক্ষ জনবল তৈরির প্রথম হাতিয়ার হল- বিজ্ঞান । 

তাই এই মুহূর্ত থেকে আমরা এই পদার্থবিজ্ঞানকে উপভোগ করব ।