বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড আবিষ্কার করেন- কোন একটি পরিবাহী তারের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের ফলে সেই তারটি একটি অস্থায়ী চুম্বকে পরিণত হয় । প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বাড়ালে সেই চুম্বক আরও শক্তিশালী হয় । বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সৃষ্ট এই চুম্বককে বলা হয়, তড়িৎ চুম্বক । এই চুম্বকের ক্ষেত্রকে বলা হয় তড়িৎচৌম্বক ক্ষেত্র ।

পরিবাহীতে সৃষ্ট এই তড়িৎ চুম্বককে কয়েকভাবে শক্তিশালী করা যেতে পারে-

১। পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বাড়িয়ে ।

২। সরু তার ব্যবহার না করে তারের কুন্ডলী ব্যবহার করলে অধিক শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করা যায় । 

৩। তার কুণ্ডলীর মধ্যে কাঁচা লোহা স্থাপন করে তড়িৎ চুম্বকের মান শক্তিশালী করা যায় । কারন কাঁচা লোহার মজ্জা অধিক পরিমাণ বলরেখাকে স্বল্প জায়গায় আনতে বাধ্য করে । 

Leave a Reply