টাকা লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন এক টাকা পর্যন্ত আমরা লেনদেন করে থাকি । এর চেয়ে কম টাকা লেনদেন সম্ভব নয় । সেই হিসেবে আপনাকে যদি ১২.৩৫ টাকা দিতে বলা হয়, আপনি তা দিতে পারবেন না । কারণ এই সংখ্যাটি নুন্যতম টাকা ১ এর গুণিতক নয় । অবশ্যই আপনাকে ১ এর গুণিতক কোন সংখ্যা দিতে হবে । সেটা ১২ কিংবা ১৩ টাকা হতে পারে ।

একইভাবে আমরা যত ধরণের ধনাত্মক এবং ঋণাত্মক আধান চিন্তা করে থাকি, তার সবই সৃষ্টি হয় ইলেকট্রনের ঘাটতি অথবা আধিক্য থেকে । অর্থাৎ এদিক থেকে এক টাকার ভূমিকা পালন করে একটি ইলেকট্রনের আধান । তাই আপনাকে যদি এমন কোন আধান দেওয়া হয় যা ইলেকট্রনের আধানের গুণিতক নয়, তা আপনি দিতে পারবেন না । কারণ ইলেকট্রনকে ভাঙ্গা বা এর চেয়ে কম ভা ভগ্নাংশ আধান সম্ভব নয় । তাই আমরা বলে থাকি- যেকোন আধান হবে ইলেকট্রনের আধানের গুণিতক হবে । অথবা এভাবেও বলা যায়- যেকোন পরিমাণ আধানকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলে তা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে । অর্থাৎ Q/e = n . এই ব্যাপারটিকে আমরা বলে থাকি আধানের কোয়ান্টায়ন ।�

Leave a Reply