কখনো কি এমন কোনো গোলক চিন্তা করতে পারবেন, যার উপর আপনি কিছুটা পানি ঢেলে দিলেন আর পানি গুলো না পরে গিয়ে এর গা বেয়ে ঘুরতে থাকল ???
হয়তো না ।।
কিন্তু পৃথিবী নামক গোলকটি এমনই৷ এটি গোল হওয়া সত্ত্বেও নদ-নদী দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ৷ এর কারণ কি?
আপনি বলবেন গ্রাভিটি ৷
এখন যদি প্রশ্ন করি, গ্রাভিটির কারণ কি বা এর উৎপত্তি কোথা হতে ৷
কিছু বলবেন?? কি উত্তর দেবেন??? আমি কিন্ত প্রশ্ন করেছি, গ্রাভিটি আসল কোথা থেকে ??
এবার হয়ত আটকে যাবেন।
নিউটনের সূত্রও এই গ্রাভিটি নিয়ে৷ কিন্তু এটি কোথা থেকে এলো!? প্রশ্ন এটাই
আপনি যদি কোন কিছুর অস্তিত্ত্ব খুজতে চান, প্রথমে সেটাকে অবিশ্বাস করুন, তারপর খুজুন তবেই আপনি হবেন নিরপেক্ষ এবং যা খুজে পাবেন সেটাই প্রকৃত সত্য৷ তাই চিন্তা করুন, গ্রাভিটি এলো কথা থেকে? আর অধ্যয়ন করুন এটা জানার জন্য যে, অন্যরা সেটাকে কিভাবে চিন্তা করে৷ অন্যের বিশ্বাসকে প্রমাণ করতে যাবেন না৷ তাহলে আপনি সত্যিটা খুজে নাও পেতে পারেন৷ তাই নিজে কিছু খুজে বের করুন৷ আর তাই চিন্তা করুন ৷

সত্যিই বলছি, পৃথিবীর গঠনটিই এরকম৷ এখানে আপনি পরম কিছুই খুজে পাবেন না৷ আপনি যেমন ভাবেই এটিকে চিন্তা করবেন এটা তেমনই৷ আপনি ইচ্ছা করলেই এখানে সব কিছু করতে পারেন৷
আপনি বলার শেষ সীমা এটাই, মৃত্যুর কারণ তো আমরা জানিনা৷
আপনি নিশ্চয়ই জানেন, এমন এক সময় ছিল, যখন আমরা বলতাম, জন্ম মৃত্যু আমরা মানুষের অজানা৷ কিন্ত জানেন তো, এখন আমরা জন্মের কারণ জানি, তাকে স্থগিত করতে পারি এমনকি আমরা তৈরি করেছি টেসটিউব বেবি৷ তাহলে মৃত্যু নিয়ে ভাবতে কেন ভয় পাই৷
আমরা ভাববো৷ সত্যটাই জানব। হয়ত তাতে আমাদের  বিশ্বাস আর তীক্ষ্ণ হবে ৷
Edited by
Jeion Ahmed
EEE CUET

Leave a Reply