নীলস হেনরিক ডেভিড বোর পদার্থের আনবিক গঠন এবং কোয়ান্টাম তত্ত্বের জন্য বিখ্যাত। বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিদদের মধ্যে একজন তিনি । বোরের পারমাণবিক মডেল আমাদেরকে প্রথম পরমাণুর স্থিতিশীল মডেলের ধারণা দিয়েছিল। পরমাণুর জগতে গাণিতিক হিসাব নিকাশ তার হাত ধরেই আসতে শুরু করে৷ ১৯২২ সালে পরমাণুর গঠন ও পারমাণবিক বিকিরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান এই বিজ্ঞানী।

নীলস বোর ১৯১২ সালে মারগ্রেথ নোরল্যান্ড নামক এক মেয়েকে বিয়ে করেন । এই দম্পতির একজন সন্তান ছিল অউ নীলস বোর । তিনিও একজন গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেন । এরপর তার ছেলে ১৯৭৫ সালে অউ নীলস বোর পদার্থবিজ্ঞানে নোবেল পান। পারমাণবিক নিউক্লিয়াসে যৌথ গতি ও কণার গতির মধ্যকার সম্পর্ক আবিষ্কারের জন্য বেন মোটেলসন এবং জেমস রেইনওয়াটারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান তিনি।

Leave a Reply