প্রশ্নঃ সম্প্রসারণতত্ত্ববলেগ্রহ,উপগ্রহ,নক্ষত্রসবকিছুপ্রতিনিয়তনির্দিষ্টহারেদূরেসরেযাচ্ছেএবংযারদূরত্ববেশিতারপরস্পরথেকেসরেযাবারগতিবেগওবেশিসম্প্রসারণতত্ত্বঅনুযায়ীচাঁদএরতোপৃথিবীরথেকেপ্রতিনিয়তদূরেসরেযাবারকথাতাহলেচাঁদকেনোপূর্নিমারসময়পৃথিবীরকাছেচলেআসে???তাহলেকিচাঁদসম্প্রসারণতত্ত্বমানেনা?


উত্তরঃ আমি যদি বলি, সম্প্রসারণ
তত্ত্ব অনুসারে আপনি আপনার ভাই কিংবা বোনের থেকে দূরে সরে যাচ্ছেন । আপনি নিশ্চয়ই
মেনে নেবেন না । এমনটা ঘটাও সম্ভব নয় কারণ আপনি এবং আপনার ভাই বোন একই গ্রাভিটিতে
অবস্থান করছেন । অর্থাৎ সোলার সিস্টেমের হিসেবে আপনি এবং আপনার ভাই বোন আসলে একটি
বস্তু মাত্র । তাই আপনাদের যেমন দূরে সরে যাওয়া সম্ভব নয়, তেমনি চাঁদ এবং পৃথিবীর
ক্ষেত্রেও না । চাঁদ পৃথিবীর অভিকর্ষের মধ্যেই অবস্থান করছে । এরা আসলে একটি বস্তু
হিসেবে কাজ করতে পারে । তাই এদের দূরে সরে যায়না ।
তবুও জানা যায়, চাঁদ কিছুটা
হলেও ধীরে ধীরে সূর্য্যের দিকে সরে যাচ্ছে । কিন্তু তা সম্প্রসারণ তত্ত্বের জন্য
নয় ।

প্রশ্নকারী
অভিষেক কর
উচ্চ মাধ্যমিক, বিজ্ঞান
সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম
ব্যাসেট 

Leave a Reply