রাশি


v  রাশিঃ ভৌত জগতে যা কিছু
পরিমাপ করা যায় তাকে রাশি বলে
রাশি দুই প্রকারযথাঃ ১মৌলিক রাশি
                          
যৌগিক বা লব্ধ রাশি
v মৌলিক রাশিঃ যে
রাশি স্বাধীন বা নিরপেক্ষ
, অর্থাৎ অন্য
কোন রাশির উপর নির্ভর করে না বরং অনন্য রাশিই এদের উপর নির্ভরশীল তাকে মৌলিক রাশি
বলে
মৌলিক
রাশি ৭ টি যথাঃ দৈর্ঘ্য
, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ
v যৌগিক রাশিঃ একই
বা ভিন্ন জাতীয় দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত হয় তাকে যৌগিক
রাশি বলে
যেমনঃ
ক্ষেত্রফল
, বল,
ত্বরণ ইত্যাদি
একক ও পরিমাপের মূলনীতিঃ
পরিমাপ্য রাশি = সংখ্যা × একক
v এককঃ যে কোন
পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়
সেই আদর্শ বা নির্দিষ্ট
পরিমাণকে একক বুঝায়
একক তিন প্রকার যথাঃ ১ মৌলিক একক
                             লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক
                             ব্যবহারিক একক
v মৌলিক এককঃ মৌলিক রাশির
একককে মৌলিক একক বলে
অথবা যে একক স্বাধীন বা
নিরপেক্ষ
, অর্থাৎ অন্য কোন এককের উপর নির্ভর করে না
বরং অনন্য এককই এদের উপর নির্ভরশীল তাকে মৌলিক একক বলে
যেমনঃ কেজি, মিটার ইত্যাদি
v লব্ধ এককঃ লব্ধ রাশির
একককে লব্ধ একক বলে
অর্থাৎ একই বা ভিন্ন জাতীয়
দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে যে একক গঠিত হয় তাকে যৌগিক বা লব্ধ একক বলে
যেমনঃ নিউটন, প্যাসকেল ইত্যাদি
v ব্যবহারিক এককঃ যে
সকল লব্ধ রাশির একক নির্ধারণ করা নেই তাদের জন্য মৌলিক রাশির সমন্বয়ে যে একক গঠন
করা হয় তাদেরকে ব্যবহারিক একক বলে
যেমনঃ কেজি.মি./সে. ,মি./সে.ইত্যাদি
দৈর্ঘ্য, ভর, এবং সময়কে মৌলিক রাশি ধরে মৌলিক একক গুলোর তিন
ধরনের মৌলিক একক প্রচলিত আছে
যথাঃ ১M.K.SবাS.I পদ্ধতি(S.I



















International System
of Units)
     C.G.Sপদ্ধতি
     F.P.Sপদ্ধতি
উপরোক্ত পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক নিম্নরুপঃ
এককের পদ্ধতি
দৈর্ঘ্যের একক
ভরের একক
সময়ের একক
M.K.S
মিটার(m)
কেজি(Kg)
সেকেন্ড(s)
C.G.S
সেন্টিমিটার(cm)
গ্রাম(g)
সেকেন্ড(s)
F.P.S
ফুট(Ft)
পাউন্ড(Pound)
সেকেন্ড(s)
মৌলিক রাশি এবং তাদের এস আই একক সমূহঃ
রাশি
একক
দৈর্ঘ্য
ভর
সময়
তাপমাত্রা
বিদ্যুৎ প্রবাহমাত্রা
দীপন তীব্রতা
পদার্থের পরিমাণ
মিটার (m)
কিলোগ্রাম (kg)
সেকেন্ড (sec)
কেলভিন (K)
অ্যাম্পিয়ার
(
A)
ক্যান্ডেলা
(
Cd)
মোল (mole)

আরও দেখুন 

Written by
Jeion Ahmed
EEE CUET


Leave a Reply