চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞানের আলোকে

v স্থানঃ স্থান একটি
পরম জিনিস যা তার নিজের মধ্যেই অবস্থান করে
অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য
তার বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়
এটি অপরিবর্তনীয়
v কালঃসময় সার্বজনীন, তা বস্তু বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল না হয়ে সকল
ক্ষেত্রে সমভাবে এগিয়ে চলে
v ভরঃ ভর একটি
মৌলিক রাশি
যা প্রত্যেক
বস্তুর জন্য নির্দিষ্ট এবং বস্তুর গতির উপর নির্ভরশীল নয়

আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে

v স্থানঃ বস্তু গতিশীল
হলে তার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়
যাকে দৈর্ঘ্য সংকোচন বলে
v কালঃ গতিশীল
কাঠামো থেকে লক্ষ্য করলে সময় ব্যবধান
, স্থির কাঠামো সাপেক্ষে হিসাবকৃত সময় ব্যবধানের চেয়ে বেশি মনে হবে যাকে কাল দীর্ঘায়ন বলে
v ভরঃ বস্তু গতিশীল
হলে তার ভর বৃদ্ধি পায়
যাকে গতিজনিত ভর বৃদ্ধি বলে
এজন্য আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞানের প্রবক্তা নিউটন হলেও আধুনিক পদার্থবিজ্ঞানের প্রবক্তা আলবার্ট আইনস্টাইন।

Written by
Jeion Ahmed

Leave a Reply