কোয়ান্টাম তত্ত্ব কি ?

কোয়ান্টাম তত্ত্ব বলতে আমরা যা বুঝি তা হল- অতিক্ষুদ্র কণাদের পদার্থবিজ্ঞানের সে শাখায় আলোচনা করা হয়, তাই কোয়ান্টাম বলবিদ্যা । অতিক্ষুদ্র কনাদের মধ্যে রয়েছে- ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি । এমনকি ফোটন নিয়েও কোয়ান্টাম তত্ত্বে আলোচনা করা হয় । বিখ্যাত পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জনক হলেও আলবার্ট আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারণ করেন ।

কোয়ান্টাম তত্ত্বের মূলভিত্তি কি ?

পদার্থবিদ্যার তিনটি অন্যতম সূত্রের উপর দাঁড়িয়ে আছে, কোয়ান্টাম তত্ত্ব । এই তিনটি সূত্র হল-

  • কোয়ান্টা পরিমাণ শক্তির সূত্র ।
  • হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ।
  • ডি-ব্রগলীর কণা তরঙ্গ দ্বিত্বতা ।

কোয়ান্টাম তত্ত্বের সফলতা এবং ব্যার্থতা

পদার্থবিজ্ঞানে এখন পর্যন্ত সবচেয়ে সফল এবং নির্ভুল তত্ত্বকে হিসেবে কোয়ান্টাম তত্ত্বকেই ধরা হয় । ভৌত জগতের প্রায় প্রতিটি বিষয়েই কোয়ান্টাম তত্ত্বের সফলতা রয়েছে । অনেকেই এটিকে সার্বজনীন তত্ত্ব মনে করে থাকেন । কিন্তু সার্বজনীন তত্ত্ব সম্পর্কে একটি মতবাদ কোয়ান্টাম তত্ত্বকে পিছনে ফেলে দেয় । সেটি হল- কোয়ান্টাম তত্ত্ব জটিল এবং এটি বোঝা কঠিন । কিন্তু সার্বজনীন তত্ত্ব হবে সরল । এটি সহজেই সবাই বুঝতে পারবে । 

Leave a Reply