মৌলিক একক কাকে বলে ?

পরিমাপে মৌলিক রাশিগুলোর একককে মৌলিক একক বলে । পদার্থবিজ্ঞানে এরকম ৭টি মৌলিক একক রয়েছে । এগুলো হল-

  1. দৈর্ঘ্যের একক – মিটার
  2. সময়ের একক – সেকেন্ড
  3. ভরের একক – কিলোগ্রাম
  4. তাপমাত্রার একক – কেলভিন
  5. তড়িৎ প্রবাহের একক – অ্যাম্পিয়ার
  6. দীপন তীব্রতার একক – ক্যান্ডেলা
  7. পদার্থের পরিমানের একক মোল – মোল

মৌলিক এককগুলোর সংজ্ঞা

মিটার

শূন্যস্থানে এক সেকেন্ডের ১/২৯৯,৭৯২,৪৫৮ ভাগে এলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক মিটার বলে ।

সেকেন্ড

সিজিয়াম ১৩৩ পরমাণুর ৯১৯২৬৩১৭৭০ টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে, সেই পরিমাণ সময়কে এক সেকেন্ড বলে ।

কিলোগ্রাম

ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর ৩.৯ সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলকের ভরকে এক কিলোগ্রাম বলে ।

কেলভিন

পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগের এক ভাগকে এক কেলভিন বলে ।

অ্যাম্পিয়ার

একক প্রস্থছেদের কোন পরিবাহীর মধ্যদিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাকে এক অ্যাম্পিয়ার বলে ।

ক্যান্ডেলা

কোন আলোর উৎস থেকে যদি এক স্টেরেডিয়ান ঘনকোণে এক ওয়াটের ৬৮৩ ভাগের এক ভাগ বিকিরণ তীব্রতা নির্গত হয়, তবে সেই পরিমাণ তীব্রতাকে এক ক্যান্ডেলা বলে ।

মোল

পদার্থের যে পরিমাণে ৬.০২৩×১০^২৩ টি অণু, পরমাণু কিংবা আয়ন থাকে সেই পরিমাণ পদার্থকে এক মোল বলে । 

Leave a Reply