নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি স্থান যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে, সেই স্থানে স্বাভাবিক অবস্থায় সেই পরিমাণ জলীয়বাষ্প থাকেনা । বরং কম থাকে । আবার ধারণক্ষমতার বেশি জলীয়বাষ্পও রাখা সম্ভব নয় । সর্বাধিক তার ধারণক্ষমতার সমান জলীয় বাষ্প রাখা সম্ভব । এই অবস্থায় সেখানকার জলীয়বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে । যেহেতু সম্পৃক্ত অবস্থার বেশি বাষ্প রাখা সম্ভব নয়, তাই এটি ঐ স্থানের সর্বাধিক বাষ্পচাপ ।

কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি আবদ্ধ স্থানের বাষ্প যে সর্বাধিক চাপ প্রয়োগ করে তাকে ঐ স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ বলে ।�

Leave a Reply