বিভব পার্থক্যের জন্য চার্জের প্রবাহ

আমরা জানি চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের থেকে প্রবাহিত হয় । অনেকটা পার্কে স্লাইডারে শিশুরা যেমন উঁচু অংশে উঠে বসলেই আপনা আপনি নিচের দিকে আসতে থাকে, তেমনি উচ্চ বিভবে কোন চার্জ রেখে সেই উচ্চ বিভবের প্রান্তের সাথে নিম্ন বিভবের প্রান্তকে তার দিয়ে যুক্ত করে দিলেই চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ছুটতে থাকে । আর এই চার্জ বলতে আমরা ইলেকট্রনকেই বুঝে থাকি । কারন আমরা ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহ পাই ।

স্লাইডারের যেমন উপরের প্রান্ত থেকে নিচের প্রান্তের উচ্চতার পার্থক্য যত বেশি হবে স্লাইডারে ওঠা শিশুর বেগ তত বেশি হবে । তেমনি বর্তনিতে দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে, চার্জ তত বেশি বেগে গতিশীল হবে ।

ইলেকট্রন ভোল্ট কি ?

আগেই বলেছি, দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে ইলেকট্রন তত বেশি বেগে গতিশীল হবে ।

দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি এক ভোল্ট হয়, তবে এই বিন্দুদ্বয়ের মধ্যে একটি ইলেকট্রন যত জুল গতিশক্তি নিয়ে গতিশীল হবে সেই পরিমাণ শক্তিকে এক ইলেকট্রন ভোল্ট বলা হয় ।

এই গতিশক্তির পরিমাণ 1.6×10^-19 জুল । অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট = 1.6×10^-19 জুল । 

Leave a Reply