ChatGPT কি?

ChatGPT সম্পর্কে বলার আগে একটা পুরোনো বিষয় মনে করিয়ে দেই ৷ আপনি গুগলে কোন বিষয় লিখে সার্চ করলে সেই রিলেটেড বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেলের কিংবা ডকুমেন্টের লিংক চলে আসে ৷ অর্থাৎ আপনার উত্তর পাওয়ার জন্য গুগল এই সাইটগুলো আপনাকে রেফার করে ৷

এই রেফার করা সাইটগুলোর মধ্যে যে আর্টিকেলটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং আপনার সার্চকৃত বিষয়ের সাথে সর্বাধিক সঙ্গতিপূর্ণ, সেটা একদম প্রথমে আসে ৷ এই প্রথমে আসা বিশাল আর্টিকেলের মধ্যে যেই অংশে আপনার সার্চের কিওয়ার্ড আছে এবং উত্তর আছে সেইখান থেকে কয়েক লাইন বা স্পেসিফিক তথ্যটুকু সবগুলো সাজেশনের উপরে প্রদর্শন করে ৷ যেটাকে আমরা গুগলের উত্তর হিসেবে পাই ।

তার মানে গুগল আপনাকে অনেকগুলো উত্তরের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য একটি উত্তর দেখায় ৷ অধিক ফিল্টারিংয়ের কারনে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয়৷

একটি প্রশ্নে গুগলের উত্তর

এই আইডিয়াটাকে বৃহৎ রুপ দিতে OpenAI কোম্পানি ChatGPT নিয়ে আসলো ৷ গুগল যেখানে একটিমাত্র উত্তর সামনে দেখিয়ে অন্যগুলো আপনাকে সাজেশন আকারে দিয়েছিল, ChatGPT সেই সাজেশনগুলো না দিয়ে সেই সব সাজেশন থেকে কিওয়ার্ড ব্যবহার করে আপনাকে একটা বিস্তারিত উত্তর দিবে ৷ এই কাজটাকে আপনি গুগলের আপডেটেড ভার্সন হিসেবে ধরে নিতে পারেন ৷

ChatGPT শুধু এখানেই বসে থাকলো না ৷ এটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও অধিক ব্যবহার করে এসব তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর কাজগুলোও করে দিতে শুরু করল ৷ একজন বস তার কর্মীদের মেইল পাঠাতে চায়, সেটাও ChatGPT করে দিতে পারবে ৷ কারন ChatGPT বিভিন্ন কন্টেন্ট থেকে শিখে ফেলবে কিভাবে বসের কাঙ্ক্ষিত বিষয়ে মেইল করতে হয় ৷ তার ভিত্তিতে ChatGPT সিদ্ধান্ত নিতেও সক্ষম ৷ ChatGPT বলছে, এরকম ডিসিশন নেওয়ার জন্য ChatGPT ১৭৫ বিলিয়ন প্যারামিটারের উপর নির্ভর করে ।

ChatGPT কি মানুষের বিকল্প হতে পারবে?

আমি আগেই বলেছি ChaTGPT মূলত মানুষের লেখা আর্টিকেলগুলো থেকেই সিদ্ধান্ত নেয় ৷ তার মানে এটা মানুষের উপর নির্ভরশীল ৷ তাছাড়া মানুষ ইন্টারনেটকে যেসব তথ্যদিয়ে সমৃদ্ধ করবে, ChatGPT সেই তথ্যই ব্যবহার করে উত্তর দেবে । অর্থাৎ আপনি যদি ইন্টারনেটে সর্বত্র একটি ভুল তথ্যও ছড়িয়ে দেন, ChatGPT সেটাকে ঠিক মনে করে উত্তর দেবে ।

এদিক থেকে কখনই ChatGPT মানুষের বিকল্প হতে পারবেনা । আসলে আর্টিফিশিয়াল কোন কিছুই মানুষের বিকল্প হতে পারে না । তবে স্পেসিফিক কাজের জন্য বসিয়ে দিলে তারা মানুষের চেয়ে ভাল পারফর্ম করতে সক্ষম । যেমন একটি এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে আপনি একটি রোবট বসিয়ে দিতে সেটি একজন মানুষের থেকে ভাল কাজ করবে । এতে আপনার বিশ্বস্ততা বাড়বে, নিরাপত্তা বাড়বে, খরচ কমবে । কিন্তু সেখানকার ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কখনই আপনি একটি রোবটকে বসিতে দিতে পারবেন না ।

লেখক
জিওন আহমেদ
চট্টগ্রাম, বাংলাদেশ

Leave a Reply