কোয়ান্টাম মেকানিক্স কি ?

কোয়ান্টাম মেকানিকস হল- আধুনিক পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পরমাণু এবং অতিপারমাণবিক কণার মাপকাঠিতে পদার্থের আচরণ বর্ণনা করা হয় ।

কোয়ান্টাম মেকানিক্সের মূল ভিত্তি

পদার্থবিজ্ঞানের তিনটি অপ্রতিরোধ্য তত্ত্বের উপর কোয়ান্টাম মেকানিকস দাঁড়িয়ে আছে । এগুলো হল-

  1. শক্তির কোয়ান্টায়িত নীতি
  2. ডি-ব্রগলির কণা-তরঙ্গ দ্বিত্বতা
  3. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ।

কোয়ান্টা

ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, আলো সবসময় একটি নুন্যতম পরিমাণ শক্তির প্যাকেট অনুসারে নির্গত হয় । যেখানে এক একটি প্যাকেটে শক্তির মান আলোর কম্পাঙ্কের সমানুপাতিক । এই প্যাকেটের চেয়ে কম পরিমাণ শক্তি কিংবা প্যাকেটের ভগ্নাংশ পরিমাণ শক্তি নির্গত হওয়া সম্ভব নয় ।

কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন

কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হিসেবে আমরা ম্যাক্স প্ল্যাঙ্ককের নামই বলে থাকি । কিন্তু কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারণ করেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ।

Leave a Reply