সিস্টেম কি ?

সিস্টেম হল এমন একটি ব্যবস্থা যেখানে যেখানে বিভিন্ন প্রভাবক পরিবর্তনের মাধ্যমে তাপগতীয় চলরাশি পরিমাপ করা হয় ।

সিস্টেমের প্রকারভেদ

সিস্টেম মূলত তিন প্রকার । এগুলো-

  1. বিচ্ছিন্ন সিস্টেম
  2. বদ্ধ সিস্টেম
  3. উন্মুক্ত সিস্টেম

বিচ্ছিন্ন সিস্টেম

বিচ্ছিন্ন সিস্টেম হল- এমন একটি বদ্ধ ব্যবস্থা সেটি পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনটিই বিনিময় করতে পারেনা । যেমন চা রাখা ফ্লাক্স । এটি পরিবেশের সাথে কোনরূপ তাপ কিংবা পানি বা ভর বিনিময় করতে পারেনা । তবে কোন সিস্টেম শতভাগ বিচ্ছিন্ন হতে পারেনা । স্বল্প সময়ের ব্যবধানে চিন্তা করলে বিচ্ছিন্ন চিন্তা করা যেতে পারে ।

বদ্ধ সিস্টেম

বদ্ধ সিস্টেম হল- এমন একটি বদ্ধ ব্যবস্থা সেটি পরিবেশের সাথে ভর বিনিময় করতে পারেনা কিন্তু শক্তি বিনিময় করতে পারে । যেমন ঢেকে রাখা চায়ের কাপ । এটি চায়ের কাপের গা বেঁয়ে পরিবেশের সাথে তাপ শক্তির বিনিময় করতে পারলেও কোনরূপ পানি বা ভর বিনিময় করতে পারেনা । অর্থাৎ বাস্প তৈরি হয়ে পানি উড়ে যায়না ।

উন্মুক্ত সিস্টেম

উন্মুক্ত সিস্টেম হল- এমন একটি ব্যবস্থা সেটি পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারে । যেমন রাইস কুকারে ভাত রান্না । এটি পরিবেশের সাথে তাপ এবং পানি বা ভর বিনিময় করতে পারে। তাপ গ্রহণ ও বর্জন উভয়ই ঘটে, সেই সাথে বাস্প হয়ে পানি উড়ে যেতে পারে । 

Leave a Reply