প্যারাল্যাকটিক সেকেন্ড বা পারসেক একটি মহাজাগতিক দুরত্বের একক । এটি বুঝার জন্য প্যারালাক্স  সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন । হাতের একটি আঙ্গুল সামনে প্রসারিত করে ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে তাকান । হাতের অবস্থান স্থির রেখে ডান চোখ খুলে বাম চোখ বন্ধ করুন । মনে হবে আঙ্গুলের অবস্থান পরিবর্তন হয়েছে । যদিও আঙ্গুল স্থির ছিল ।

একইভাবে ঘড়িতে যখন ঠিক ১২ টা বাজে, তখন সোজা সামনে থেকে ঘড়ির দিকে তাকালে মনে হয় ১২টাই বাজে । কিন্তু বাম দিক থেকে তাকালে মনে হয় ১২ টা বেজে ১ মিনিট, আর ডান দিক থেকে তাকালে মনে হয় ১২টা বাজতে এখনো ১ মিনিট বাকি আছে । দর্শকের অবস্থানের উপর ভিত্তি করে বস্তুর অবস্থানের যেই আপাত পরিবর্তন হয়, তাকেই প্যারালাক্স বা দৃষ্টি বিভ্রম বলে।

যে দুরত্বের কোন বস্তু ১ আর্ক সেকেন্ড কৌণিক দুরত্বের প্যারালাক্স তৈরি করে, সে দুরত্বকে ১ পারসেক বলা হয় । ১ পারসেক = ৩.২৬ আলোকবর্ষ ।

Leave a Reply