শব্দ যা একবার উৎপন্ন হয় সেটা কি বিলুপ্ত হয়? নাকি দূরত্ব বাড়তে বাড়তে ক্ষীন হয়? যদি বিলীন না হয় কোনোভাবে কি কোনো শব্দ বহু বছর পর পুনরায় ফিরে আসতে পারে শ্রবণযন্ত্রে?

প্রথমে বুঝতে হবে যে শব্দ আসলে কী? শব্দ আসলে কোনো মাধ্যমে(বায়ুতে বা তরলে) উৎপন্ন তরঙ্গ ছাড়া আর কিছুই নয়। পুকুরে ঢিল ফেললে পানিতে যেমন ঢেউ ওঠে, তেমনি মাধ্যমে কম্পন হলে শব্দতরঙ্গ সৃষ্টি হয়। ঢিল ফেলার জন্য পানিতে উৎপন্ন তরঙ্গ যেমন পারের দিকে আসার সময় দুর্বল হয়ে যায়, তেমনি কম্পনের উৎস থেকে তরঙ্গ যতই দূরে যায় তত সে ক্ষীণ হতে থাকে(তরঙ্গদৈর্ঘ্য বাড়তে থাকে)। ফলে বেশ কিছুদূর যাবার পর তার আর অস্তিত্ব থাকে না। অর্থাৎ কোনো শব্দ বা কম্পন এখন উৎপন্ন হলে বহু বছর পরে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই যদি না শব্দ উৎপন্নকারী তরঙ্গটি মাঝপথে কোনো শক্তি পায়।

Leave a Reply