For
Class 9-10
Lesson:9-10
Static Electricity
[There is nothing more
than the original book option]
আলোচনাঃ
Ø C = 9×109Nm2C-2
Ø তড়িৎ বল আকর্ষণ কিংবা বিকর্ষণ ধর্মী হতে পারে
Ø আধানের প্রবাহ নির্ধারণ করেতড়িৎ বিভব
Ø তাপমাত্রা , তরলের মুক্ততলের
উচ্চতা এবং তড়িৎ বিভব এদেরকে একই মানদণ্ডে বিচার করা চলে
প্রয়োজনীয়সংজ্ঞাঃ
স্থিরতড়িৎঃতড়িৎযেখানেউৎপন্নহয়সেখানেইথাকলেতাকেস্থিরতড়িৎবলে
আধানঃপদার্থসৃষ্টিকারীমৌলিককণাসমূহেরমৌলিকবৈশিষ্ট্যমূলকধর্মকেআধানবাচার্জবলে
আহিতহওয়াঃপরমাণুতেইলেক্ত্রনসংখ্যাকমবাবেশিহওয়াকেআহিতহওয়াবুঝায়
বিভবঃ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের আক বিন্দু হতে অন্য কোন
বিন্দুতে নিতে যে পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য বা বিভব
বলে
পরিবাহীঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে
তাদেরকে পরিবাহী বলে
অপরিবাহীঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে
তড়িৎবীক্ষণ
যন্ত্রঃ
যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে
আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাই তড়িৎবীক্ষণ যন্ত্র
আবেশী আধানঃ তড়িৎ আবেশে যা অন্য পরিবাহীতে আবেশ সৃষ্টি করে তাকে আবেশী আধান
বলে
আবিষ্ট
আধানঃ
তড়িৎ আবেশ প্রক্রিয়ায় যাতে অন্য
পরিবাহী কতৃক আধান জমা হয় তাকে আবিষ্ট আধান বলে
তড়িৎ ক্ষেত্রঃ বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকেই
ঐ বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে
তড়িৎ তীব্রতাঃ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে
সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে
তড়িৎবলরেখাঃ তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে
পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে
তড়িৎ বিভবঃ অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে
আনতে যে পরিমান কাজ হয় তাকে ঐ বিন্দুর বা ঐ পরিবাহির তড়িৎ বিভব বলে
ধারকঃ তড়িৎ ধরে রাখার যান্ত্রিক কৌশলই হল ধারক
ধারকত্বঃ ধারকের তড়িৎ ধরে রাখার সামর্থ্যকে ধারকত্ব বলে
বজ্রপাতঃ তড়িতাহিত মেঘে যদি তড়িতের পরিমান বেশি হয় , তাহলে তা তড়িৎ ক্ষরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে যাকে বজ্রপাত
বলে
বজ্রনাদঃ বজ্রপাতের সাথে যে শব্দ শোনা যায় তাকে বজ্রনাদ বলে
গুরুত্বপূর্ণ
প্রশ্নঃ
v কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে কি ঘটবে ?
উত্তরঃ কাঁচ দণ্ডকে সিল্ক
দ্বারা ঘষলে সিল্কের ইলেকট্রন আসক্তি কাঁচের চেয়ে বেশি হওয়ায় ইলেকট্রন কাঁচ দণ্ড
থেকে সিল্কে চলে যাবে । ফলে সিল্ক ঋণাত্মক এবং কাঁচ দণ্ড ধনাত্মক আধানে আহিত হবে ।
v এক কুলম্বের সংজ্ঞা দাও
উত্তরঃ কোন পরিবাহীর
মধ্য দিয়ে এক আম্পিয়ার
(1 A) প্রবাহ এক
সেকেন্ড
(1sec) ধরে চললে এর যে কোন প্রস্থছেদ দিয়ে যে পরিমাণ
আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে
v তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যবহার লিখ
উত্তরঃ তড়িৎবীক্ষণ যন্ত্র
দুইটি কাজে ব্যবহৃত হয়
যথাঃ
বস্তুতে আধানের উপস্থিতি নির্ণয়
আধানের প্রকৃতি নির্ণয়
v পেট্রোলবাহী ট্রাকের সাথে শিকল ঝুলানো থাকে কেন ?
উত্তরঃ যখন রাস্তা দিয়ে
পেট্রোলবাহী ট্রাক চলে তখন পেট্রোল ট্যাঙ্কের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক
দুলতে থাকে
ট্যাঙ্কের সাথে পেট্রলের এ ঘর্ষণের ফলে পেট্রলে আধান সঞ্চিত
হয়
এতে করে যদি ট্যাঙ্কের কিনারায় কোন স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে পেট্রলে
আগুন ধরে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে
অর্থাৎ পেট্রোল আধানের জন্য
নিরাপদ বাহক নয়
এটি ট্যাঙ্কের গায়ে শিকল লাগিয়ে এই আধানকে ভূমিতে চলে যাবার
পথ তৈরি করে দেয়া হয়
v 
স্থির তড়িতের
ব্যবহার লিখ
উত্তরঃ স্থির তড়িতের
ব্যবহার নিম্নরুপঃ
১। ইঙ্কজেট প্রিন্টার ।
২। ফটোকপিয়ার                                                                                                    
প্রয়‌োজনীয় সূত্রঃ
F = C



















E =

 =

V = Ed = C

V =

কিছু প্রশ্নঃ
১। তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যকার
পার্থক্য নির্ণয় কর ।
২। তড়িৎবীক্ষণ যন্ত্রের কার্জপ্রণালী
ব্যাখ্যা কর ।
৩। ফটোকপি বা রং করার কাজে স্থির তড়িতের
ব্যবহার ব্যাখ্যা কর ।
৪। বজ্রপাতে স্থির তড়িৎ সৃষ্টির কারণ কি ?  
গাণিতিক
সমস্যাঃ
1. ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের মান নির্ণয় করযখন তাদের মধ্যবর্তী দূরত্ব10-11m
2. 20 C এবং 30 C  আধানে
আহিত দুইটি বল পরস্পর হতে
25 cm দূরে স্থাপন করা হল
কিছুক্ষণ পর একই আকৃতির তৃতীয় একটি অনাহিত বলকে এদের সাথে স্পর্শ করিয়ে সেখান থেকে
সরিয়ে ফেলা হল
স্পর্শ করার পূর্বে এবং পরে বলদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ
বলের মান নির্ণয় কর এবং তৃতীয় বলকত্রিক সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান বের কর
3. তড়িৎ ক্ষেত্রে 10 C এর একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি
50 N বল লাভ করে ঐ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয় কর
4. 10 Cআধানেরদরুন10 cmদূরেসৃষ্টতড়িৎক্ষেত্রেরমাননির্ণয়কর
5. -10 Cএবং 5 Cআধানেআহিতদুইটিবস্তুপরস্পরহতে 1 mদূরেস্থাপনকরাহলকিছুক্ষণপরএদেরকেস্পর্শকরিয়েআবারসেইদুরত্তেইস্থাপনকরাহলস্পর্শকরানোরপূর্বেএবংপরেএদেরমধ্যেআকর্ষণবাবিকর্ষণবলেরমানবেরকর
6.-10 Cএবং 5 Cআধানেআহিতদুইটিবস্তুপরস্পরহতে 1 mদূরেস্থাপনকরাহলকোথায় এদের আকর্ষণ বা
বিকর্ষণ বলের মান সমান ।
৭। চাঁদ এবং
পৃথিবীতে কত কেজি ইলেকট্রন স্থাপন করলে চাঁদ তার কক্ষপথ থেকে ছিটকে যাবার উপক্রম
হবে ? 
Edited by
Jeion Ahmed
EEE CUET

Leave a Reply