তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হল- তিনটি বস্তুর মধ্যে দুইটি বস্তু যদি তৃতীয় বস্তুটির সাথে আলাদা আলাদাভাবে তাপীয় সাম্যবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুইটি নিজেদের মধ্যে তাপীয় সাম্যবস্থায় থাকবে।

এখানে প্রথম এবং দ্বিতীয় বস্তু আলাদা আলাদা ভাবে তৃতীয় বস্তুর সাথে সাম্যবস্থায় আছে । তাই বলা যায় প্রথম এবং দ্বিতীয় বস্তু পরস্পর সাম্যবস্থায় আছে ।

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয় । 

Leave a Reply