কোন একটি বিন্দুতে বা অবস্থানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা । কিংবা কোন একটি চার্জের তড়িৎ ক্ষেত্র ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত, তা মাপার জন্য আমাদের অন্য একটি চার্জ প্রয়োজন । যদি অন্য চার্জটি যেকোন বিন্দুতে অবস্থানকালে কোন রকম আকর্ষন কিংবা বিকর্ষন বল অনুভব করে, তবেই বোঝা যাবে সেখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে । এখন আমরা তড়িৎ ক্ষেত্র পরীক্ষা করার জন্য বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মাপার জন্য যে দ্বিতীয় চার্জটি নিয়ে আসব সেটির যদি নিজের একটি তড়িৎ ক্ষেত্র থাকে তবে আমাদের প্রথম চার্জের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মাপতে বিঘ্ন ঘটাবে । তাই তড়িৎ ক্ষেত্র কিংবা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মাপার জন্য আমাদের এমন একটি চার্জ প্রয়োজন, যার কোন তড়িৎ ক্ষেত্র থাকবেনা । যার কাজ হবে শুধু তড়িৎ ক্ষেত্র পরখ করা । এই চার্জটিকে বলা হয় পরখ চার্জ ।

বাস্তবে তড়িৎ ক্ষেত্র ছাড়া কোন চার্জ সম্ভব নয় । তাই এটি আসলে শুধুই একটি কাল্পনিক বা গাণিতিক চার্জ মাত্র । তড়িৎ ক্ষেত্র নেই বিধায় আমরা বলতে পারি, এর কোন নিজস্ব প্রভাব নেই । হিসেবের সুবিধার জন্য এটি সর্বদা ধনাত্মক । তবে ঋণাত্মকও হতে পারে ।

Leave a Reply