পরমাণুর ঘনত্ব কাকে বলে ? 

পরমাণুর ঘনত্ব বলতে মূলত পরমাণুর মধ্যে ইলেকট্রনের ঘনত্বকে বুঝানো হয় । কোন একটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কত বেশি কাছাকাছি আছে বা একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা কত বেশি তা যে বৈশিষ্টের মাধ্যমে জানা যায় তাই মৌলের ঘনত্ব ।

পরমাণুর ঘনত্ব
পরমাণুর ঘনত্বের পর্যায়বৃত্ততা

পরমাণুর ঘনত্বের পর্যায়বৃত্ততা

পরমাণুর আকারে আমরা দেখেছি, পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যেতে থাকলে পরমাণুর শক্তিস্তর না বেড়ে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকায় পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের চার্জ বাড়ার মাধ্যমে এদের মধ্যে আকর্ষন বাড়তে থাকে । ফলে পরমানুগুলো চুপসে যায় এবং  পরমাণুর আকার ছোট হতে থাকে । এক্ষেত্রে একইসাথে পরমাণুগুলোর ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে এবং পরমাণুর আকার ছোট হতে থাকে বিধায় পরমাণুর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় । অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণু ঘনত্ব বাড়তে থাকে ।

পর্যায় সারণির একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমানুগুলোর আকার বাড়তে থাকায় মৌলের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কমতে থাকে । ফলে পরমাণুর ঘনত্বও কমতে থাকে । অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর ঘনত্ব কমতে থাকে । 

Leave a Reply